in

রাফাল যুদ্ধবিমান বিক্রি নিয়ে সৌদির সঙ্গে কথা বলছে ফ্রান্স

ফরাসি সরকার সৌদি আরবের সঙ্গে রাফাল যুদ্ধবিমান বিক্রির বিষয়ে কথা বলছে বলে সোমবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু সাংবাদিকদের বলেন, রাফালের প্রস্তুতকারক ডাসল্ট এভিয়েশন ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য বিক্রির বিষয়ে ‘আলোচনা’ হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

সাপ্তাহিক লা ট্রিবিউন ডিমাঞ্চে এক প্রতিবেদনে বলেছে, সৌদি আরব ডাসল্টকে ১০ নভেম্বরের মধ্যে ৫৪টি রাফালের আনুমানিক দাম জানাতে বলেছিল।

সৌদি বিমানবাহিনী আমেরিকান এফ-১৫ এবং ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন নির্মিত ইউরোফাইটার দিয়ে সজ্জিত। অন্যদিকে রাফাল একটি দুই ইঞ্জিনের বহুমুখী যুদ্ধবিমান। ফরাসি অস্ত্র শিল্পে বহুল বিক্রীত এ যুদ্ধবিমানটি গত বছর ফরাসি অস্ত্র রপ্তানিকে রেকর্ড উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে। ইন্দোনেশিয়া, গ্রিস, ভারত, কাতার ও মিসরও রাফালের গ্রাহক।

ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্স ২০২২ সালে আনুমানিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮০টি যুদ্ধবিমান বিক্রি করেছে। দেশটি এখন পর্যন্ত তৈরি করা রাফালের অর্ধেকের বেশি বিদেশে বিক্রি করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings