in

রজনীকান্তের ভক্তদের জন্য সুখবর

রজনীকান্তের ভক্তদের জন্য সুখবর, আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই তারকার নতুন সিনেমা ‘লাল সালাম’।

এটি হতে যাচ্ছে রজনীকান্তের ক্যারিয়ারের ১৬৯তম সিনেমা। ‘লাল সালাম’ রজনী ভক্তদের কাছে বিশেষ কিছু কারণ এ ছবির পরিচালক অভিনেতার কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত।

স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, বিগনেশ প্রমুখ। এ তামিল ছবিটির শুটিং শুরু হয় গত বছরের ৭ মার্চ, তামিলনাড়ুর চেন্নাইতে। শেষ হয় গত বছরের ৭ আগস্ট।

‘লাল সালাম’ সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ সিনেমাটির ট্রেলার। যেকোনো রজনীকান্তকে দেখা গেছে ‘চেনা রূপে’। তার ভক্ত-অনুসারীরা মনে করছেন, বরাবরের মতোই নতুন সিনেমাটি দিয়ে এবারও বক্স অফিসে ঝড় তুলবেন রজনীকান্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings