in

‘রঙ্গনা’ দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর

এইতো কদিন আগে জানা গিয়েছিল, ‘মাতাল হাওয়া’ নামের নতুন একটি ছবিতে অভিনয় দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর।

চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটিতে শাবনূরের বিপরীতে অভিনয়ের কথা ছিল মাহফুজ আহমেদের। আগামী বছরের মাঝামাঝি ছবিটির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু শুক্রবার জানা গেল, ‘রঙ্গনা’ ছবি দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর। আগামী বছরে ছবিটির শুটিং শুরু হবে।

অস্ট্রেলিয়া থাকাকালীন শাবনূর যুক্ত হন ‘রঙ্গনা’ নামের এই সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। নতুন এই সিনেমা দিয়ে নতুন বছরে নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন শাবনূর।

এদিকে ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

নিজেকে জানান দেওয়ার জন্য ছোট পর্দার জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমায় নায়িকা হিসেবে পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন, তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

অনেকে বলাবলি করছিলেন, আগামী বছরের ঈদে ‘মাতাল হাওয়া’ মুক্তি পাবে। কিন্তু ছবিসংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়েছেন, ঈদে কোনোভাবেই ‘মাতাল হাওয়া’ নিয়ে আসা সম্ভব নয়।

‘মাতাল হাওয়া’ প্রসঙ্গে শাবনূরের বক্তব্য ছিল এ রকম, তাড়াহুড়া করে কাজটা মোটেও করতে চাই না। ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতাম। কিন্তু আমি মোটেও এসবের পক্ষে নই। গল্প ও চরিত্র ভালো লেগেছে। চিত্রনাট্যও মুগ্ধ করেছে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তোলা। আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত “মাতাল হাওয়া” ছবির জন্য, এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই। চরিত্রের প্রতি সুবিচার করতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings