‘রঙ্গনা’ সিনেমায় দেখা যাবে বাবুকে। এই সিনেমা নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘চিত্রনাট্য পড়ে ভালো লাগলেই কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই।
চিত্রনাট্য পড়ার সময় কিছুটা হলেও বুঝতে পারি, সিনেমাটির ভবিষ্যৎ কী। সে জায়গা থেকে রঙ্গনার চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, কাজটি করা যেতে পারে। গল্পনির্ভর একটি সিনেমা। সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’
রঙ্গনা সিনেমা দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। এ সিনেমাতেই পর্দায় শাবনূরের সঙ্গে দেখা যাবে বাবুকে।

রঙ্গনায় কোন চরিত্রে অভিনয় করবেন, তা জানাননি বাবু। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে রঙ্গনা সিনেমার শুটিং শুরু হবে।
অভিনেতা বলেন, ‘উনি (শাবনূর) যে ধরনের সিনেমায় অভিনয় করতেন, সে ধরনের সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়নি। আমিও আগ্রহ দেখাইনি কাজ করার। এ কারণে একসঙ্গে কাজ করা হয়নি। কিন্তু তাঁর সঙ্গে আমার পরিচয় ছিল। তাই কাজ না করলেও বোঝাপড়াটা আছে।’
এ মাসের শুরুতেই প্রকাশ করা হয় সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেখানে তিন লুকে দেখা গেছে শাবনূরকে। কখনো হিজাবে মুখ ঢাকা, কখনো পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল শাবনূর। তবে পোস্টার প্রকাশের পর অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বাবুকে অনুরোধ করেছেন এ সিনেমা থেকে সরে আসতে। তবে নতুন নির্মাতার ওপর ভরসা রাখছেন ফজলুর রহমান বাবু।
এ প্রসঙ্গে বাবু বলেন, ‘পরিচালক নতুন নাকি পুরোনো, এই বিষয়ে আমি বিবেচনায় নিই না। আমার কাছে মুখ্য হলো, যিনি সিনেমাটি বানাবেন, তিনি কতটা প্রস্তুত হয়ে কাজটি করতে এসেছেন। আর পৃথিবীর যত বড় শিল্পী কিংবা নির্মাতা হোন না কেন, তারাও একসময় নতুন ছিলেন। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কাজের প্রস্তুতি হিসেবে যতটুকু দেখেছি, মনে হয়েছে কাজটি ভালো হবে।’
GIPHY App Key not set. Please check settings