ওপেনার আশিকুর রহমান শিবলির অনবদ্য সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এ জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
শুক্রবার সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই এশিয়া কাপ শেষ করলো শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে খেলবে সংযুক্ত আরব আমিরাত।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশের দারুন বোলিং নৈপুন্যে বড় ইনিংস খেলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা।
৫০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় পাকিস্তানের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা। বাংলাদেশের ওয়াসি সিদ্দিক ৩২ রানে ৩, মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন।
জবাবে শিবলির অপরাজিত ১১৬ রানের সুবাদে ৫৫ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শিবলির ১৩০ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়াও চৌধুরি এমডি রিজওয়ান ৩২ ও আহরার আমিন ২৩ রান করেন।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে এবং জাপানকে ৯ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশের যুবারা।
GIPHY App Key not set. Please check settings