যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন আলিয়া ভাট, বেশ কিছুদিন ধরে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। অবশেষে সেই খবরকেই নিশ্চিত করলেন যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি।
এর আগে ‘রাজি’ ছবিতে গুপ্তচর হয়ে ধরা দিয়েছিলেন আলিয়া ভাট। আবারও একবার গুপ্তচরদের দলে যোগ দিচ্ছেন তিনি। তবে এবার একটু অন্যভাবে, এবার চরবৃত্তির সঙ্গে পুরোদমে যোগ হবে অ্যাকশন। যার শাহরুখের ‘পাঠান’ কিংবা হৃতিকের ‘ওয়ার’ কেও ছাড়িয়ে যাবে।
কিন্তু স্পাই ইউনিভার্সে নতুন কী ঘটতে চলেছে? এমন প্রশ্নের উত্তরে যশ রাজ ফিল্মসের সিইও বলেন, ‘আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে গোপন খবর ফাঁস করছি। যেটা হল আলিয়া ভাট এবার একটা স্পাই ইউনিভার্স ছবির কেন্দ্রীয় চরিত্র হতে চলেছেন। তবে শুটিং শিডিউল কবে, তা পরেই ঠিক হবে। আমি বিষয়টা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং উত্তেজিত।’

জানা গেছে, আলিয়া ভাট এই অ্যাকশন-প্যাকড ছবিতে শর্বরী ওয়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যেখানে তাদের সুপার-এজেন্টের চরিত্রে দেখা যাবে। ছবিটির শুটিং এই বছরের শেষে শুরু হওয়ার কথা।
অক্ষয় উইধানির কথায়, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির হাত ধরেই বলিউডে শ্রী বৃদ্ধি হয়েছে, ইন্ডাস্ট্রিতে আবারও গতি ফিরেছে। তাই এধরনের ছবি ইন্ডাস্ট্রির কাছে মূল্যবান বলে মনে করছেন তিনি। তবে অক্ষয় উইধানি আলিয়া ভাটের সেই স্পাই ইউনিভার্সের ছবির বিষয়ে এখনই কিছু জানাতে চাননি। বলেন, ‘সময় হলেই সব ঘোষণা করা হবে।’- ইন্ডিয়া টুডে
GIPHY App Key not set. Please check settings