in

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

টেলিভিশন নাটকে দুই দশক ধরে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।

পারিবারিকভাবে বিয়ে করেছেন বেশ কয়েক বছর আগে। প্রথমবার মা হলেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে জনপ্রিয় এই অভিনেত্রী যমজ সন্তান জন্ম দিয়েছেন।

গেল ৮ নভেম্বর তার জীবনে মা হওয়ার সুখবরটি আসে। জন্ম নেয় যমজ দুই পুত্র। এই দিন সকাল ১১টা ২৬ মিনিটে তিনি জানতে পারেন মা হয়েছেন।

সুমাইয়া শিমু বলেন, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মা হওয়ার অনুভূতি আসলে অন্যরকম। এই অনুভূতি কেবল যারা মা হয়েছেন তারা ভালো বলতে পারেন। সবাই মিলে সুস্থ আছি। এজন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, আমার দুই সন্তান আমার অস্তিত্ব, আমার ভালোবাসা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings