in

মেয়ের বিয়েতে আমির খানের চোখে জল

মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ৩ জানুয়ারি নূপুর শিখরের সঙ্গে আইনি বিয়ের পর সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে সেখানে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান।

আনন্দ উৎসবের শেষ দিনের সন্ধ্যায় মেয়ের জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি আমির। চোখের জল মুছতে রুমাল বার করেন অভিনেতা। তখন পাশে থেকে সামাল দিয়েছেন সাবেক স্ত্রী রিনা দত্ত।

রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত—বাদ ছিল না কিছুই।

এদিন ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর শিখরে পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। তাই আমিরকন্যার বিয়ের অনেক ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরার বিয়ের আয়োজনে গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ আরও অনেক সুস্বাদু পদ।

আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আরও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানান, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর…আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings