গত আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। এবারো তাই ম্যাচের পরিণতি কি একই হবে নাকি জ্বলে উঠবে প্রতিশোধে বারুদ, তা বলে দেবে সময়ই। আগে চোখ বুলানো যাক পরিসংখ্যানে।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১১৭বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ৫৯টিতে ও নিউজিল্যান্ডের জয় ৫০টিতে।
তবে বিশ্বকাপ মঞ্চে জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের দিকেই। ৯ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে তারা, বিপরীতে হেরেছে ৪ ম্যাচে।

তাই বুধবার মুম্বাইয়ে নিউজিল্যান্ড চোখ থাকবে ব্যবধান আরও বাড়ানোর দিকে। আর ভারত চাইবে ব্যবধান সমান করতে।
সেমির আগে শেষ ১০ লড়াই
২ ফেব্রুয়ারি ২০২০, হ্যামিল্টন : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
৮ ফেব্রুয়ারি ২০২০, অকল্যান্ড : নিউজিল্যান্ড ২২ রানে জয়ী
১১ ফেব্রুয়ারি ২০২০, মাউন্ট মঙ্গানুই : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
২৫ নভেম্বর ২০২২, অকল্যান্ড : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
২৭ নভেম্বর ২০২২, মাউন্ট মঙ্গানুই : পরিত্যক্ত
৩০ নভেম্বর ২০২২, ক্রাইস্টচার্চ : পরিত্যক্ত
১৮ জানুয়ারি ২০২৩, হায়দারাবাদ : ভারত ১২ রানে জয়ী
২১ জানুয়ারি ২০২৩, রায়পুর : ভারত ৮ উইকেটে জয়ী
২৪ জানুয়ারি ২০২৩, ইন্দোর : ভারত ৯০ রানে জয়ী
২২ অক্টোবর ২০২৩, ধর্মশালা : ভারত ৪ উইকেটে জয়ী
GIPHY App Key not set. Please check settings