in

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জামিরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্কুলের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি দেব দুলাল চৌধুরী, সহ-সভাপতি অজয় দাস, প্রচার সম্পাদক মিঠু নন্দী, ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষক ফাতেমা বেগম, সুমা দাস ও রমা পাল।।

আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য রবিউল ইসলাম শামীম, অভিজিৎ ঘোষ এবং স্কুলের অভিভাবকরা।

দ্বিতীয় পর্বে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ছড়া, কবিতা ও মনোমুগ্ধকর দেশের গান পরিবেশন করে।

স্কুলের শিক্ষক সুমা দাস ও অভিভাবকরা সমবেত কণ্ঠে গান ও কবিতা আবৃত্তি করেন। উপস্থিত দর্শকরা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings