in

মিনিটে ১ কোটি ৩২ লাখ টাকা!

‘লাল সালাম’ নিয়ে আলোচনায় রজনীকান্ত। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবর অনুযায়ী, ছবিটির জন্য মিনিটপ্রতি ১ কোটি রুপি (প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা) পারিশ্রমিক পেয়েছেন তিনি।

রজনীকান্তের সিনেমা ছাড়াও ‘লাল সালাম’ নিয়ে আগ্রহের আরও একটা কারণ আছে—ছবিটির পরিচালক রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। পর্দায় বাবা-মেয়ের কাজ দেখতে মুখিয়ে ছিলেন দর্শকেরা।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল এ ছবির শুটিং। ছবির প্রচার ঝলকেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আর যে সিনেমার সঙ্গে রজনীকান্তের নাম জড়িয়ে, সেই সিনেমা দর্শকের মনে প্রথম থেকেই একটা স্বাভাবিক উৎসাহ তৈরি করে।

১৬৩ মিনিটের এ ছবিতে রজনীকান্ত পর্দায় থাকবেন ৩০-৪০ মিনিট। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি রজনীকান্ত।

প্রতি মিনিট শুটিংয়ের জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে রজনীকান্তের পারিশ্রমিক নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

কেবল অভিনয়ই নয়, সিনেমাটির সংলাপ লেখাতেও সাহায্য করেছেন রজনীকান্ত। দিন কয়েক আগে ‘লাল সালাম’-এর অ্যালবাম মুক্তি অনুষ্ঠানে ছবির সংগীত পরিচালক এ আর রহমান এ তথ্য জানান।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঐশ্বরিয়া আমাকে বলে, সিনেমাটির সংলাপ সে প্রথমে লিখেছে, পরে বাবাকে দেখিয়ে চূড়ান্ত করেছে।’

এখন দেখার পালা কেমন সাড়া ফেলতে পারে ‘লাল সালাম’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings