মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব কুলা প্রতীকের প্রার্থী মাহী বি চৌধুরীর শোচনীয় পরাজয় হয়েছে। এই আসন থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ দলীয় প্রতীক কুলা মার্কা নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
মোট ১৭০টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এক লাখ দুই হাজার ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ট্রাক প্রতীকে পেয়েছেন-৬১ হাজার ৯৮০ ভোট। আর মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।

এ আসন থেকে প্রয়াত নাজমুল হুদার মেয়ে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট।
GIPHY App Key not set. Please check settings