in

মার্কিন জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা মার্কিন সামরিক বাহিনী জানানোর কয়েক ঘণ্টা পর বুধবার গ্রুপটি এ কথা বলেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ শক্তি সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় লোহিত সাগরে মার্কিন ‘ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি’তে কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লোহিত সাগরে ‘ইউএসএস গ্রেভলি’ হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

এদিকে ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings