সাইফুল ইসলাম রনি (প্যারিস, ফ্রান্স)
ফ্রান্সে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত বাংলাদেশি কর্মীরা মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ফ্রান্সের জাতীয় শ্রমিক ইউনিয়ন ‘জেনারেল কনফেডারেশন অফ লেবার’ (সিজিটি) এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ২ ও ৩ ডিসেম্বর ধর্মঘটের পাশাপাশি এ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় সময় শনিবার দুপুরে প্যারিসের জুরেস পার্ক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি গার্দোলিস্টে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি কয়েকশ ফুড ডেলিভারি কর্মী অংশ নেয়।
কাজের মজুরি বাড়ানো, বকেয়া অর্থ পরিশোধ করা, উবারের যেসব অ্যাকাউন্ট ব্লকড আছে তা খুলে দেওয়া, দ্রুত মজুরি পরিশোধ এবং ডেলিভারি ও উবারের কাজের সঙ্গে সম্পৃক্তদের আয়ের ওপর অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহারের দাবিকে অগ্রাধিকার দিয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারি শ্রমিক সংগঠনের নেতারা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ফরাসি সংসদ সদস্য ডেনিয়েল সিমনেট, সিনেটর পিয়ারিক লাভনি, প্যারিসের ডেপুটি মেয়র ডেভিড বিলিলিয়ার্ড, সিজিটির কর্মকর্তা লুডো রিও এবং ভেলিভারি বিভাগের কর্মকর্তা মেহদি আল মান্দিলি।
বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন আন্দোলনের সমন্বয়ক ‘অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্র্যান্ট সলিউশন অ্যাসোসিয়েশন’ (আইসা) এর প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, ‘বাংলা অটো ইকোল’ এর প্রধান কার্যনির্বাহী হোসেন সালাম রহমান এবং ‘বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স’ (বিসিএফ) এর প্রেসিডেন্ট এমডি নূর।
GIPHY App Key not set. Please check settings