in

বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল

সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’ এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতে মুক্তির পর থেকেই সিনেমাটি বলিউডের বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার দেশের ১৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। পরদিন শুক্রবার থেকে প্রদর্শিত হবে ৪৮টি প্রেক্ষাগৃহে।

বাংলাদেশে ‘অ্যানিমেল’ মুক্তির খবর নিশ্চিত করেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।

‘অ্যানিমেল’ ছবিটি ১ ডিসেম্বর ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশের সিনেমা প্রেক্ষাগৃহগুলোতে মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে তখন জানানো হয়, ‘অ্যানিমেল’ আসবে, শুধু সময়ের অপেক্ষা। অবশেষে সব বাধা কেটে গেছে। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘অ্যানিমেল’।

‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুর পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর এর মধ্যেই ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘অ্যানিমেল’।

বক্স অফিসে ঝড় তুললেও সিনেমাটিতে নারীবিদ্বেষী বক্তব্যের জন্য পরিচালকের সমালোচনা করেছেন চিত্র সমালোচকেরা।