মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় পুরো মাঠ কভার দিয়ে ঢাকা ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়তে থাকলে বেলা ১টা ৫৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা।
শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিটে।

বুধবার টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্পিন সহায়ক পিচে ব্যাট হাতে নেমে ৬৬ দশমিক ২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে মুশফিকুর রহিম ৩৫, শাহাদাত হোসেন ৩১, মেহেদি হাসান মিরাজ ২০, মাহমুদুল হাসান জয় ১৪ ও নাইম হাসান অপরাজিত ১৩ রান করেন। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ৩টি করে উইকেট নেন।
এরপর দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনারদের ঘুর্ণির মুখে পড়ে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। আলো স্বল্পতার কারণে দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় বাকী সময়ে আর কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। দিন শেষে ১২ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ৫৫ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২ উইকেট নেন।
GIPHY App Key not set. Please check settings