in

বিয়ে করেছেন অর্ষা ও ইমরান

জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বিয়ে করেছেন। বর আরেক অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান। রবিবার (১৪ জানুয়ারি) সকালে এক নিজের ফেসবুক দুজনের কয়েকটি ছবি পোস্ট বিষয়টি জানান অর্ষা।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।

তবে বিয়েটা আরও দুই থেকে তিন মাস আগে সেরেছেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা।

অর্ষা বলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। মা অনেকটা সেরে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা হয়েছে।

চরকি ফ্লিক “জাহান” ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা “সাহস”সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নুর ইমরান।

“নেটওয়ার্কের বাইরে”, “১৯৭১ সেই সব দিন”, “সাবরিনা”সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে, মোস্তাফিজুর নূর ইমরান অভিনয় করেছেন বেশি কিছু দর্শক নন্দিত সিনেমায়। ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন-গড়েছেন নিপুণ দক্ষতায়। কেড়েছেন দর্শক-সমালোচকদের মনোযোগ। পেয়েছেন “মেথড অ্যাক্টর” তকমা।

“মহানগর” সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তাকে দেখা গেছে “কাইজার”, “জাহান”সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings