in

বিয়ে করলেন সালমানের ভাই আরবাজ

বিয়ে করলেন সালমান খানের ভাই আরবাজ খান। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের।

৪১ বছর বয়সী মেকআপশিল্পী শুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য শুরু করলেন আরবাজ। বড়দিনের ঠিক আগে পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তিনি।

বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, বোন আলভিরা অগ্নিহোত্রী। ভারতীয় পোশাকে সেজেছেন সবাই। এ ছাড়া সালমান ও সোহেল, আরবাজপুত্র আরহান ছিলেন বিয়েতে।

রোববার সন্ধ্যায় রাভিনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, ‘মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন।’ ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানে নাচ করছেন আরবাজ। তাল মিলিয়েছেন রাভিনাও। জানা গেছে, রাভিনা ও তাঁর মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হলেন এই শুরা।

‘পটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার।

ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের বিচ্ছেদের খবর জানা যায় কিছুদিন আগে। এরপরই এল তাঁর বিয়ের খবর।

১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাঁদের। মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings