মৌসুমী হামিদের বিয়ের দিন পাওয়া গেল বিনোদন অঙ্গনের আরেক তারকার বিয়ের খবর। একই দিন অর্থাৎ ১২ জানুয়ারি বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।
রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে লিখেছেন ‘…অ্যান্ড উই বোথ সাইড আলহামদুলিল্লাহ, কবুল।’
ছবিতে কনের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। তবে স্ত্রীর মুখটা ঠিক ঠাওর করা যায় না।

খোঁজ নিয়ে জানা যায়, আজ বিয়ে হয়েছে এ অভিনেতার। মিডিয়ার কাছের মানুষদেরও জানিয়েছেন বিষয়টি। তাঁদের একজন জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তবে অভিনেতা স্ত্রীর বিষয়ে এখনই মুখ খুলছেন না।
ছোটপর্দার নিয়মিত অভিনেতা জোভান। ২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন জোভান। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েবে।
GIPHY App Key not set. Please check settings