বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর দুই দিন পরে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে ৭০ পয়সা বা সাড়ে ৮ শতাংশ বাড়িয়েছে সরকার।
পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় নতুন দর অনুযায়ী, বাসাবাড়িতে ন্যূনতম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহককে প্রতি ইউনিটে ২৮ পয়সা বেশি দিতে হবে, আর সর্বোচ্চ ব্যবহারকারী গ্রাহককে দিতে হবে ১ টাকা ৩৫ পয়সা।

সেচকাজের জন্যেও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে যা বেড়েছে ৪৩ পয়সা হারে। খুচরা পর্যায়ে ইউনিটে ৮ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আর পাইকারিতে ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছে।
GIPHY App Key not set. Please check settings