বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার (১২ নভেম্বর) থেকে। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১১ নভেম্বর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি সফল করতে দেশবাসী ও বিএনপি কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৪৮ ঘণ্টার এ কর্মসূচি চলাকালে দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

রুহুল কবির রিজভী জানান, সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীও অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে, গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দফা দেশব্যাপী অবরোধ, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ এবং পরের কয়েক ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি ও তার মিত্র দলগুলো। এসব কর্মসূচি চলাকালে সংঘর্ষ, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
GIPHY App Key not set. Please check settings