in

বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের

নিউজ ডেস্ক:

বাংলাদেশে ফ্রান্স ভিসা আবেদন সেবা চালু করেছে আন্তর্জাতিক ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। রাজধানীর গুলশান-২ এ আধুনিক ও পূর্ণাঙ্গ সেবা সুবিধাসম্পন্ন আবেদনকেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার (১৭ সেপ্টেম্বর)।

নতুন এই কেন্দ্র থেকে বাংলাদেশি আবেদনকারীরা ফ্রান্সের স্বল্পমেয়াদি (Short-term) ও দীর্ঘমেয়াদি (Long-term) উভয় ধরনের ভিসার আবেদন করতে পারবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

আবেদনকেন্দ্রে ভিসা প্রক্রিয়ার পাশাপাশি প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার সুবিধা, ফর্ম পূরণ, ফটোকপি ও প্রিন্টিংসহ বাড়তি সেবা থাকবে। পেমেন্টের ক্ষেত্রে নগদ, ব্যাংক কার্ড এবং অনলাইন পেমেন্ট—তিন ধরনের সুযোগ রাখা হয়েছে।

প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। শুক্রবার ও শনিবার কেন্দ্র বন্ধ থাকবে।

ভিএফএস গ্লোবাল কেবল আবেদন গ্রহণ, নথি যাচাই ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। তবে ভিসা মঞ্জুরি বা প্রত্যাখ্যান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস।

ফ্রান্সে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এই সেবা বড় ধরনের সুবিধা বয়ে আনবে। দীর্ঘদিনের ভিসা আবেদনসংক্রান্ত ভোগান্তি কমে আসবে এবং সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ভিএফএস গ্লোবাল জানায়, আবেদনকারীরা তাদের কেন্দ্রে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই লিঙ্কে গিয়ে: https://visa.vfsglobal.com/bgd/en/fra/।

রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, “ফ্রান্স দূতাবাস এই নতুন ভিসা আবেদনকেন্দ্রের উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ভিসা আবেদনের সংগ্রহ প্রক্রিয়া আউটসোর্স করার উদ্দেশ্য হলো বাংলাদেশি বাসিন্দাদের ভ্রমণ সহজ করা। এর ফলে প্রতিদিন আরও বেশি আবেদন জমা দেওয়া সম্ভব হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট অপশন যুক্ত হবে এবং সামগ্রিকভাবে আবেদনকারীর অভিজ্ঞতা উন্নত হবে। আমি জোর দিয়ে বলতে চাই যে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র আবেদনকারীদের স্বাগত জানাবে এবং তাদের ফাইল সংগ্রহ করবে। ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে দূতাবাসের একক দায়িত্ব থাকবে। ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings