
প্যারিস প্রতিনিধি:
ফ্রান্স যুবদলের আংশিক নবনির্বাচিত কমিটির উদ্যোগে প্যারিসে এক প্রাণবন্ত মদবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল রবিবার প্যারিসের একটি হল রুমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও সবাইকে ঐক্যবব্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। পরে আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া যুবদল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ।

সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সদ্য সাবেক কমিটির সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্ম্পাদক এ তাহের, উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সহ সভাপতি এইচ এম রহিম, রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুবুল আলম রাঙা, শাহ জামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, জাদুল ইসলাম সিপার, ইলিয়াছ কাজল ও যুব নেতা মিল্টন সরকার প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন আংশিক নবনির্বাচিত পাঁচ সদস্যের কমিটির সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম।

অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। সভায় বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে যুবদলের ভূমিকা অনন্য। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফ্রান্স যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সংগঠিত হবে। এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের দিয়ে পুর্নাঙ্গ কমিটি গঠন করার পরার্মশ দেন।
সভাপতি আহমেদ মালেক তার বক্তব্যে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফ্রান্স যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুবদলের সাংগঠনিক অবিভাবক জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি কমিটি পুর্নাঙ্গ করার জন্য সবার সহযোগিতা চান এবং বিগত দিনে যারা দলের জন্য কাজ করেছেন তাদের কে মূল্যায়ন করার কথা বলেন।
অনুষ্ঠানে ফ্রান্স যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।
GIPHY App Key not set. Please check settings