in

ফ্রান্স বিএনপি সহ ৬৯ দেশের অংশগ্রহণে বিএনপির অনলাইন সদস্যপদ নবায়ন উদ্বোধন

ফ্রান্স প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রবাসে দলীয় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেছে। আধুনিক এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা অনলাইনে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

রবিবার (২ নভেম্বর ২০২৫) রাজধানীর গুলশানের লেকশো হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে ফ্রান্সসহ বিশ্বের ৬৯টি দেশের প্রবাসী বিএনপির নেতাকর্মীরা অনলাইনের মাধ্যমে যুক্ত হন। ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা প্যারিসের একটি হলরুমে সমবেত হয়ে এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

ফ্রান্স বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক উপদেষ্টা আহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিয়া, সাবেক সহ-সভাপতি এইচ এম রহিম, সিরাজুর রহমান, রহুল আমিন আব্দুল্লাহ, মাহাবুব আলম রাংগা, শাহ জামাল, রশীদ পাটোয়ারী, প্রফেসর তসলিম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা, জুনায়েদ আহমেদ, সিরাজুল ইসলাম মেজবাহ, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাবেক প্রচার সম্পাদক শ্যামল দাস সানি, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধনকালে তারেক রহমান বলেন,প্রবাসী নেতাকর্মীরাই বিএনপির আন্তর্জাতিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্র ও প্রবাসী সংগঠনের যোগাযোগ আরও গতিশীল হবে।    

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে বিএনপির এই অনলাইন সদস্যপদ নবায়ন কার্যক্রম প্রবাসী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করবে এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগকে করবে আরও সহজতর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings