in

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

সাইফুল ইসলাম রনি (প্যারিস, ফ্রান্স)

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ওভারভিলিয়ে কেথশিমা এলাকার বটতলা রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনসহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, ফ্রান্স জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি নেতা টিএম রেজাসহ অরও অনেকে।

এ সময় উপস্থিত কমিউনিটি নেতারা ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের এই ইফতার মাহফিলকে নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন উল্লেখ করে বলেন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা যেভাবে করে যাচ্ছে তা প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম বজায় থাকবে বলে আমরা আশাবাদী।

বক্তারা আরও বলেন, প্রবাস জীবনে সাংবাদিকতা এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রবাসে শত সীমাবদ্ধতার মধ্যে দেশ ও দেশের মানুষের অধিকার স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings