in

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা

সাইফুল ইসলাম (রনি)প্যারিস,ফ্রান্স

ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। একই সঙ্গে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৯ মার্চ বুধবার প্যারিসের বাংলাদেশী একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাধারণ সাংবাদিক এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন সাইফুল এরসঞ্চালনায়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের রাজু, ইকবাল মোহাম্মদ জাফর, শেখ সামিরা, সাইফুল ইসলাম রনি, নয়ন মামুন, নাজমুল কবির, মাজারুল ইসলাম, জোনেদ রায়হান, তাজ উদ্দিন, কাউসার আহমেদ, লুতফর রহমান বাবু, আব্দুল আজিজ সেলিম, তাইজুল ফয়েজ, আবু তাহের এবং সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। আলোচনায় বক্তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

তিন সদস্য নির্বাচন কমিটির সদস্য আবু তাহের আগামী দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটি সভাপতি হিসেবে নিউজ২৪ এর ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক হিসেবে গাজী টিভির প্রতিনিধি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ট্রিবিউন২৪ এর ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরা এবং কোষাধ্যক্ষ হিসাবে মাজারুল ইসলামের নাম ঘোষণা করেন। উপস্থিত সবাই নবনির্বাচিত কমিটির সদস্যদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।
ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের এ আয়োজন প্রবাসী বাংলাদেশি সংবাদিকদের মধ্যে একতা ও সৌহার্দ্য বৃদ্ধি করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings