in ,

ফ্রান্স আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

ফ্রান্স আওয়ামী লীগ

জেলা হত্যা দিবস বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। যে কালো অধ্যায়কে প্রতিটি স্বাধীনতাকামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক তেমনি বুধবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস নগরে লা-শাপেল এলাকায় ফ্রান্স আওয়ামী লীগ শাখা কর্তৃক জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় উপস্থিত আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনিটি আমাদের প্রতিটি বাঙ্গালীর জন্য অত্যান্ত হৃদয় বিদারক একটি দিন। আমরা এই দিনে আমাদের জাতীয় চার নেতাকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরত কামনা করছি।’

বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নীলনকশার মাধ্যমে হত্যা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings