
ফ্রান্স প্রতিনিধি:
ফ্রান্সে মানবাধিকার ও জনস্বার্থ বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিল্লাল হোসেন জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রহমত আলী ও জনাব গোলাম রাব্বানী। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরশেদ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, দেশের বাইরে বসবাসরত প্রবাসীরা নানা জটিলতায় ভোগেন, বিশেষ করে সম্পত্তি ও পারিবারিক বিষয়ে। এ ধরনের সমস্যার সমাধানে এইচআরপিবি ইতোমধ্যে জনসার্থে একাধিক মামলা করেছে এবং সেগুলোর মাধ্যমে ইতিবাচক সমাধান এসেছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য আলাদা “প্রবাসী ট্রাইব্যুনাল” গঠন সময়ের দাবি। এই ট্রাইব্যুনাল থাকলে প্রবাসীদের অনেক সমস্যার দ্রুত আইনি সমাধান সম্ভব হবে। এ বিষয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারাও মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের কল্যাণে সংগঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসীরা যাতে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন এবং মানবাধিকার ও প্রবাসীদের সমস্যার সমাধান বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
GIPHY App Key not set. Please check settings