ফ্রান্সের প্যারিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) দূতাবাস প্রাঙ্গণে দিবসটি ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্যে ছিল, পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ।

এ ছাড়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্যারিসে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সমাপনী বক্তব্য দেন।
দূতাবাস কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক ও ফ্রান্স আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
GIPHY App Key not set. Please check settings