in

ফের বিয়ে করছেন আরবাজ খান

বিটাউনে জোর গুঞ্জন যে বলিউডের খান খানদানের বড় ছেলে আরবাজ আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ২৪ ডিসেম্বর নাকি সালমান খানের বড় ভাইয়ের বিয়ে হবে।

আজতক ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন। ছয় বছর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আইনিভাবে বিচ্ছেদ হয়েছে।

শোনা যাচ্ছে ২৪ ডিসেম্বর সেলিব্রিটি প্রসাধনশিল্পী শুরা খানকে ঘরোয়াভাবে বিয়ে করতে চলেছেন ৫৬ বছর বয়সী আরবাজ। তাই শিগগিরই খান পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে দুই পরিবারে। তবে তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নিকটতম বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। খান পরিবার অনাড়ম্বরের সঙ্গে এই বিয়ের আয়োজন করতে চলেছে।

আরবাজের সঙ্গে শুরার প্রেমকাহিনি সবে শুরু হয়েছে। তবে এই যুগল ঝটপট বিয়ে সেরে ফেলতে চান। বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন আর তার মেয়ে রাশার ব্যক্তিগত প্রসাধনশিল্পী হলেন শুরা।

আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-এর সেটে আরবাজ আর শুরার প্রথম দেখা হয়েছিল বলে জানা গেছে। এরপর তারা একে অপরের প্রেমে পড়েছিলেন।

এত দিন শোনা গিয়েছিল আরবাজ আর ইতালিয়ান মডেল জর্জিয়া এন্ড্রিয়ানি বিয়ে করবেন।

এই মডেলের সঙ্গে আরবাজের সম্পর্ক দীর্ঘ চার বছরের। কিন্তু কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। সম্প্রতি ই-টাইমসকে এক সাক্ষাৎকারে জর্জিয়া বলেন, আরবাজ জানত যে আমাদের কখনোই একে অপরের সঙ্গে থাকা সম্ভব নয়। এ ছাড়া আমার নিজস্ব এক পরিচিতি আছে। আমি চাইনি সবাই আমাকে শুধু আরবাজের প্রেমিকা হিসেবে জানুক।

১৯৯৮ সালে মডেল-অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়ে যায়। এই সাবেক দম্পতির ২১ বছরের ছেলের নাম আরহান খান।
এদিকে মালাইকার সঙ্গে বলিউড নায়ক অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ে নিয়ে প্রায় সময় বিটাউনে নানা গুঞ্জন শোনা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings