দেশে এসে ভিসা প্রক্রিয়া শেষ করে আজ পুনরায় চেন্নাই ফিরে নিজ দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান।
মূলত আগামী জুন মাসে যুক্তরাস্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাস্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে গত ২ এপ্রিল দেশে ফিরেছিলেন মোস্তাফিজ।
চলমান ইন্ডিয়ান প্রিমিঢার লিগে(আইপিএল) সিএসকের প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করেন মুস্তাফিজ। বর্তমানে লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সিএসকে। মোস্তাফিজকে ছাড়া চেন্নাই তাদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে।

সোমবার কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলকে সিএসকে এবং এ ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings