in

ফের ‘কুইন’ হচ্ছেন কঙ্গনা

নিয়মিত আলোচনায় থাকলেও বক্সঅফিসে একেবারেই নাজুক অবস্থা কঙ্গনা রনৌতের। গত বছর তিনটি সিনেমা মুক্তি পেলেও কোনো সিনেমাতেই সাফল্য পাননি। সময় কিংবা সিনেমার সংখ্যা হিসাব করলে ব্যর্থতার তালিকাটা বেশ লম্বা।

নেটিজেনদের অনেকেই কঙ্গনাকে এখন ফ্লপ কুইন খেতাব দিতে শুরু করেছেন। ব্যর্থ সময়কে পেছনে ফেলতে কঙ্গনা বেছে নিচ্ছেন পুরোনো চরিত্রকে। বলিউডে আবারও কুইন হয়ে আসবেন তিনি। এমনটাই জানালেন ‘কুইন’ পরিচালক বিকাশ বহেল।

ব্যবসায়িক সফলতার পাশাপাশি এ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা। চলতি বছরেই ১০ বছর পূর্ণ হবে কুইন সিনেমার। এই উপলক্ষে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানান, কুইন সিনেমার সিক্যুয়ালের চিত্রনাট্য পুরোপুরি প্রস্তুত। কঙ্গনাও দিয়েছেন সবুজসংকেত।

বিকাশ বলেন, ‘১০ বছর হয়ে গেল কুইন সিনেমার। রিলিজ হওয়ার পর থেকে এখনো অনেকে আমাকে বলছেন এই সিনেমার সিক্যুয়েল বানাতে। আনন্দের খবর হচ্ছে কুইনের সিক্যুয়েল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। কঙ্গনাও পছন্দ করেছেন সিনেমার গল্প।’

সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে কিংবা শুটিং কবে শুরু হবে, তা জানাননি নির্মাতা। শুধু কুইন নয় ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল তৈরির পরিকল্পনাও হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, এ বছরের জুনে মুক্তি পাচ্ছে কঙ্গনার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।

সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings