in ,

ফিলিস্তিনের জন্য এক মঞ্চে তারা

টু গাজা ফ্রম ঢাকা

গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ যখন সামগ্রিক রূপ ধারণ করে, তখন সেই আওয়াজ বহুদূর যাওয়ার সম্ভাবনা বাড়ে। সেই ভাবনা থেকেই ঢাকা শহরের একদল তরুণ যুদ্ধবিধ্বস্ত, গণহত্যার শিকার ফিলিস্তিনের জন্য কিছু একটা করতে চাওয়ার তাগিদে নভেম্বরের শেষ সপ্তাহে কনসার্টের আয়োজন করেছে। ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’ থেকে একটি অর্থসংগ্রহণমূলক কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তারা। এর শিরোনাম ‘টু গাজা ফ্রম ঢাকা’। এখানে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো পারফর্ম করবে।

এ কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।

কনসার্টটির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে কনসার্টটি আয়োজন করা হবে। এ কনসার্টে ফিলিস্তিনের জন্য এক মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ১৪ ব্যান্ড ও সাত শিল্পী।

টু গাজা ফ্রম ঢাকা কনসার্টের আয়োজকদের অন্যতম সদস্য আহমেদ হাসান সানি। তিনি বলেন, ‘এ কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাহলে প্রশ্ন আসতে পারে এটি আসলে কিসের কনসার্ট? এ কনসার্ট হচ্ছে পৃথিবীতে এত এত জেনোসাইড হচ্ছে, সেসব নিয়ে বর্তমানে একত্রে খুব বেশি কেউ কথা বলছে না। কিন্তু আমরা বলতে চাই। বাংলাদেশের জন্ম একটি জেনোসাইডের মধ্য দিয়েই। আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে এ একই কথা বলেছেন গণহত্যা বন্ধ করো। আমরা তাদেরই উত্তরসূরি। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এ আয়োজন।

এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তার যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’

কনসার্টে কারা কারা অংশগ্রহণ করবেন এবং কত টাকা মূল্যের টিকিট হবেÑ জানতে চাইলে সানি আরও বলেন, ‘এটি একটি ফান্ড রাইজিং কনসার্ট। এখানে আমরা মাত্র ৫০০ টাকা মূল্যের টিকিট রেখেছি। এ ছাড়া ৫০০ টাকার ওপরে কেউ যদি ডোনেশন দিতে চান সেই ব্যবস্থাও রাখা হয়েছে। কনসার্টে পারফর্ম করার জন্য আমরা কনফার্ম করেছি ব্যান্ড মাকসুদ ও ঢাকা, আর্ক, নেমেসিস, ইন্ডোলা, মেঘদল, অ্যাভয়েড রাফা, সহজিয়া, কার্নিভাল, বাংলা ফাইভ, হাইওয়ে, হাতিরপুল সিজন্স, মরুভূমি, ফিরোজ জং, ব্ল্যাক জ্যাং ও দ্য মুন ফ্লোয়ার প্রজেক্ট। এ ছাড়া একক সংগীত পরিবেশনা করবেন সাফায়েত, মাশা ইসলাম, আশীর আরমান, মুইজ মাহফুজ ও আহমেদ সানি। আশা করছি সবাই মিলে বড় কিছু হবে।’

এ সময় আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগৃহীত ফান্ডে জমা হওয়া টাকার হিসাব স্বচ্ছতার সঙ্গে রেগুলার আপডেট দেওয়া হবে। মাইক্রোসাইটের মাধ্যমে ফান্ডের লাইভ আপডেট দেওয়া হবে। আর এ আয়োজনের সঙ্গে যারা যারা কাজ করতে চেয়েছেন তারা আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্টের সঙ্গে যে-যার জায়গা থেকে সাড়া দিতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings