রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফসহ বলিউডের অনেক তারকার ভিডিও ইন্টারনেটে ছ পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় পুলিশ। তারকাদের কাছে আতঙ্কের নাম ‘ভুয়া ভিডিও’।
বলিউড তারকাদের কাছে এখন আতঙ্কের নাম ‘ভুয়া ভিডিও’। এর আগে রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফসহ অন্যান্য তারকার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে যাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ভারতীয় পুলিশ।
প্রিয়াঙ্কার একটি সত্যিকারের ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া অডিও। এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে, একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। ভুয়া ওই অডিওতে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন ভারতের ‘দেশি গার্ল’।

গত মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার ভুয়া ভিডিও। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল রাশমিকার মুখ। নেট–মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তখন অনেকেই বুঝতে পারেননি, ভিডিওটি আসলে দক্ষিণি অভিনেত্রীর নয়।
এর কয়েকদিন পরই ক্যাটরিনা কাইফ ও কাজলের ভুয়া ভিডিও ভাইরাল হয়। ‘টাইগার ৩’ ছবিতে স্নানের পোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সমাজিক যোগাযোগমাধ্যমে।
GIPHY App Key not set. Please check settings