in

প্রথমবার বড় পর্দায় মেহজাবীন

১৪ বছর আগে এই দিনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আত্মপ্রকাশ করেছিলেন নাটকে। আর ১৪ বছর পর আজকের দিনেই নিজের প্রথম সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মেহজাবীন। তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। পরিচালনায় মাকসুদ হোসেন।

মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

মেহজাবীন আরও লিখেছেন, ‘২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। ‘‘সাবা’’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘‘সাবা’’ আমার জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’

‘সাবা’র প্রকাশিত পোস্টারে কেবল মেহজাবীনকেই দেখা গেছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক মাকসুদ হোসেন আজকের পত্রিকাকে জানিয়েছেন, বছর শেষে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। তার প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এটি প্রচার হয় ২০১০ সালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings