ফ্রান্স প্রতিনিধি
ফ্রান্সে ইউরো বাংলা বিজনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্মাননা দেওয়া হয়েছে। ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
প্যারিসের একটি হল রুমে বিজনেস ওয়ার্কশপটির আয়োজন করা হয়। এতে প্যারিসের বিভিন্ন ছোট-বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। ওমর ফারুকের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের।

আলোচক হিসাবে অংশ নেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। তিনি ফ্রান্সে রেস্টুরেন্টে বিজনেসের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং কীভাবে বিজনেস শুরু করবেন, কী কী বিষয় জানতে হবে এসব নিয়ে কথা বলেন।
আরও কথা বলেন আমি ভয়েজের সিইও তানজিম হোসাইন। তিনি ট্যুরিজম বিজনেস নিয়ে আলোচনা করেন। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ আলম। তিনি কথা বলেন ফ্রান্স থেকে কীভাবে আমদানি-রপ্তানির বিজনেস করা যায়। এ বিজনেস করতে গেলে কী কী বিষয় জানতে হবে এবং কী কী সুবিধা-অসুবিধা আছে তা নিয়েও কথা বলেন।
আলোচকরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা শেষে কয়েকজন নারী উদ্যোক্তাকে ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। ওয়ার্কশপের স্পনসর হিসাবে ছিল শাহ্ গ্রুপ, মির্জা গ্রুপ, রাধিকা গ্রুপ, এনএস ডিকমওব। কোস্পনসর হিসেবে ছিল ফ্রান্স বাংলা বিজনেস ফোরাম। ক্যাটারিং পার্টনার শাহ ফুড, মিডিয়া পার্টনার নবকণ্ঠ। লজিস্টিক পার্টনার আমি ভয়েস ও জিএমজি কারগো।
GIPHY App Key not set. Please check settings