in

পিকাসোর আঁকা ছবি বিক্রি দেড় হাজার কোটি টাকায়

পিকাসোর বিখ্যাত ছবি ‘উইমেন উইথ আ ওয়াচ’ বিক্রি হলো বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৪০ কোটি টাকায়।

১৮৩২ সালে পাবলো পিকাসো এই ছবিটি এঁকেছিলেন। এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। নিউ ইয়র্কে সদবিস-এর নিলামে ছবিটি বিক্রি হয়েছে।

এই ছবির পশ্চাদপট হলো নীল। ছবিতে দেখা যাচ্ছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন এবং এই ছবিতে স্প্যানিশ শিল্পীর প্রেমিকা ও তাকে নিয়ে মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

এর আগে পিকাসোর ছবি ক্রিস্টিজর নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। ‘লে ফেম দ’আলজের’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৫টি ছবি আঁকেন৷ তারই একটি প্রায় এক হাজার নয়শ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

পিকাসোই আধুনিক সময়ে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে অন্যতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings