in

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

প্রথম তিন ম্যাচ হারের পর চলমান ওয়ানডে বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে শ্রীলঙ্কা। ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট আছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও আফগানিস্তানেরও। তবে রান রেট বিবেচনায় বাংলাদেশ সপ্তম, নেদারল্যান্ডস অষ্টম ও আফগানরা সর্বশেষ দশম স্থানে আছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়লেও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিকের ব্যাটিং দৃঢ়তায় ৪৯ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নেদারল্যান্ডস।

জবাবে সাদিরা সামারাবিক্রমার অনবদ্য ৯১ ও পাথুম নিশাঙ্কার ৫৪ রানে ১০ বল বাকি রেখে স্বস্তির জয় পায় শ্রীলঙ্কা। নিজেদের প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল লঙ্কানরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings