পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচনের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, অবশ্যই এটি (নির্বাচনের তারিখ) পেছানো হবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সর্বত্র উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দেশের মানুষ সাধারণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

মোমেন আরও বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়।
নির্বাচন কমিশন কোনো বাধা সৃষ্টি করছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানাই। বিএনপি নির্বাচনে না গেলে তাদের অনেক নেতা-কর্মী দল ছেড়ে অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।
তিনি বলেন, সরকার কাউকে নির্বাচন বানচান করতে দেবে না, কাউকে সরকারি সম্পত্তি ভাঙচুর বা অগ্নিসংযোগও করতে দেবে না। এসব (নাশকতা) গ্রহণযোগ্য নয়। তাদের (বিএনপি) জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সফররত স্কটিশ পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
স্কটিশ লেবার পার্টির নেতা ফয়সল চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন-স্কটিশ কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির মাইলস ব্রিগস এবং স্কটিশ ন্যাশনাল পার্টির এভলিন টুয়িড।
GIPHY App Key not set. Please check settings