সাইফুল ইসলাম (রনি), প্যারিস, ফ্রান্স
সিডনি থেকে প্যারিস এবং নিউ ইয়র্ক—আতশবাজি ও উৎসবের মধ্য দিয়ে বিশ্ব ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে।
প্যারিস ইংরেজি নববর্ষ ২০২৫ সাল উদযাপনের জন্য ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে বিশ্বের সবচেয়ে সুন্দর এভিনিউ, চ্যাম্পস-এলিসিসে একটি জমকালো আয়োজন করে। সন্ধ্যা ৯টা ১০ মিনিট থেকে ফ্রান্স ২ চ্যানেলে স্টিফেন বার্নের উপস্থাপনায় “লা গ্র্যান্ডে সোইরি ডু ৩১ ডি প্যারিস” শো প্রচারিত হয়। এতে অলিম্পিক এবং প্যারালিম্পিক শিল্পীদের অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ।

এছাড়া প্যারিসের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মৌলিন রুজ এবং প্যারাডিস ল্যাটিনের প্রতীকী দলগুলোর নৃত্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। বিখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। চ্যাম্পস-এলিসিসে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রায় দশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গত গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের দুই সপ্তাহে প্যারিস প্রায় ১.১২ কোটি মানুষকে স্বাগত জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহর হিসেবে প্যারিস বছরের পর বছর ধরে উচ্ছ্বাস, সম্মিলন ও পারিবারিক পরিবেশে বিশ্বব্যাপী নিজের অবস্থান প্রমাণ করে আসছে।
২০২৪ সালে অলিম্পিকের এই চেতনাকে প্রসারিত করতে, প্যারিস শহর প্যারিসবাসী, ফরাসি জনগণ এবং সারা বিশ্বের পর্যটকদের নিয়ে চ্যাম্পস-এলিসিসে ২০২৫ সালকে স্বাগত জানায়।
নববর্ষ উদযাপন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১২টা এক মিনিটে আকাশজুড়ে আতশবাজির ঝলকানির মাধ্যমে আলোকিত হয়। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে এই জমকালো আতশবাজি প্রদর্শনী চলে। দর্শনার্থীরা বিশেষভাবে প্রস্তুত করা অসংখ্য প্রযুক্তিগত ও শৈল্পিক কীর্তি উপভোগ করেন।
প্যারিস তার ঐতিহ্যবাহী কাউন্টডাউন এবং চ্যাম্পস-এলিসিসে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে ২০২৪ সালকে স্মরণীয় করে তোলে। শহরের প্রতীকী আর্ক ডি ট্রায়োম্ফ স্মৃতিস্তম্ভ একটি বিশাল ট্যাবলোতে পরিণত হয়, যেখানে আলোকসজ্জার মাধ্যমে শহরের ল্যান্ডমার্ক ও সময়ের ঘড়ির কাঁটা উদযাপিত হয়।
প্যারিসের মেয়র অ্যান হিডালগো বলেন, “প্যারিস একটি উৎসবের শহর।” গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস প্যারিসকে আনন্দ, ভ্রাতৃত্ব এবং অসাধারণ ক্রীড়া সাফল্যের এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল।
নববর্ষ উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্যারিসে প্রায় ১০,০০০ পুলিশ ও সামরিক কর্মী মোতায়েন করা হয়। বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ বলেন, “আমাদের ১০,০০০ নিরাপত্তা কর্মী রয়েছে, যার মধ্যে পুলিশ অফিসার, জেন্ডারমেস, অগ্নিনির্বাপক, অপারেশন সেন্টিনেলের সৈন্য, প্যারামেডিক এবং পৌর পুলিশ অন্তর্ভুক্ত।” চ্যাম্পস-এলিসিসের নিরাপত্তার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, “সন্ত্রাসী হুমকি এখনও বেশ বেশি। আমরা ২০২৪ সালের মার্চ থেকে ‘আক্রমণ জরুরি অবস্থা’র মধ্যে রয়েছি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যামিল চাইজ বলেন, নববর্ষের আগের দিন দেশব্যাপী প্রায় ৯০,০০০ পুলিশ অফিসার এবং জেন্ডারমেস মোতায়েন করা হয়।
GIPHY App Key not set. Please check settings