বলিউডের দর্শকপ্রিয় সিনেমা ‘ধুম’ ও ‘ধুম ২’ পরিচালক সঞ্জয় গাধভি মারা গেছেন। রোববার মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সঞ্জয় গাধভির মেয়ে সানজিনা গাধভি পিটিআইকে এ তথ্য জানিয়েছেন বলে বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে।
সানজিনা বলেন, বাবার বয়স হয়েছিল ৫৬ বছর এবং কয়েক দিনের মধ্যেই তিনি ৫৭ বছরে পা দিতেন।

তিনি ধুম, ধুম ২, মেরে ইয়ার কি শাদি হ্যায়, কিডন্যাপ, আজব গজব লাভসহ আরও অনেক সিনেমা পরিচালনা করেছেন।
সানজিনা গাধভি পিটিআইকে বলেন, রোববার সকাল সাড়ে নয়টায় বাবা নিজের বাসভবনে মৃত্যুবরণ করেন। তবে, মৃত্যুর কারণ নিয়ে তারা নিশ্চিত নন। তারা জানেন না, হার্ট অ্যাটাক কি না।
তিনি আরও বলেন, বাবা অসুস্থ ছিলেন না, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।
সঞ্জয় গাধভি ২০০০ সালে তেরে লিয়ে সিনেমার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যশরাজ ফিল্মসের অধীনে তিনি অনেকগুলো সিনেমা পরিচালনা করেছেন। তার মৃত্যুতে অনেক সেলিব্রিটি শোক প্রকাশ করেছেন।
তারকাদের পাশাপাশি যশরাজ ফিল্মসের টিমও সমবেদনা জানিয়েছে। তারা লিখেছে, পর্দায় তিনি যে জাদু তৈরি করেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মা শান্তিতে থাকুক।
GIPHY App Key not set. Please check settings