টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তান জন্ম দেন। খবরটি নিশ্চিত করেন তার স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।
মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লেখেন, ‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’
চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। তখন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তারা বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন।

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন তারা। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।
GIPHY App Key not set. Please check settings