in ,

দীপু মনির সঙ্গে ফ্রান্স আওয়ামী লীগের মতবিনিময়

ফ্রান্স আওয়ামী লীগের সঙ্গে দীপু মনি

সাইফুল ইসলাম রনি (প্যারিস)

শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে মতবিনিময় করেছে ফ্রান্স আওয়ামী লীগ। গেল ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।

ইউনেস্কোর অধিবেশনকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী দীপু মনি ফ্রান্সে যান। তিনি প্রতিনিধিদলের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল। সভা সঞ্চালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। দেশের শিক্ষা নিয়ে তাদের যে পরিবর্তন তা বিশ্বমানের। আমরা আগামীতেও এই পরিবর্তন বজায় রাখতে চাই। যার জন্য প্রবাসীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এদিকে ইউনেস্কোর এবারের সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। অধিবেশনে শিক্ষামন্ত্রী দীপু মনি তার বক্তব্যে গাজায় ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে ধরেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, গাজায় নির্বিচারে শিশু-নারীসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষার আলোর বাইরে রেখে কোনোভাবেই ইউনেস্কোর লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

দীপু মনি বলেন, গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন অবস্থার জন্য ভবিষ্যতে জবাবদিহি করতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সবাইকে ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings