in

তোষাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির দণ্ড স্থগিত

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে দণ্ড স্থগিতের নির্দেশ দেন।

গত ৩১ মার্চ পাকিস্তানের জবাবদিহি আদালত ইমরান ও বুশরার ১৪ বছরের ওই সাজার রায় ঘোষণা করেছিল। তাছাড়া, রায়ে ইমরান ও বুশরাকে ১০ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ করা হয় এবং দুইজনের প্রত্যেককে ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।

পরে ১ ফেব্রুয়ারি আরেক আদালত ইমরান খান ও বুশরা বিবির বিয়ে সংক্রান্ত ইদ্দত পালনের মামলায় তাদেরকে আরও ৭ বছর করে কারাদণ্ড দেয়। এর আগে, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের মামলায় ইমরান খান ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings