in

ঢাকার অর্ধেক কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর ২ হাজার ১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক অতি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪৭৮টি।

সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার এ তথ্য জানান। এর আগে নতুন বছরের প্রথম দিন এই স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি।

ডিএমপির কমিশনার বলেন, নির্বাচন প্রতিহত করতে কিছু কিছু গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। তদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোনো জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন হাবিবুর রহমান।

ঢাকা শহরে দেখা যায়, একটি স্থাপনায় একটি কেন্দ্র আবার কোনো স্থাপনায় অনেক কেন্দ্র রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাইরে বিজিবি-আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings