মুক্তি পেল অজয় দেবগণ প্রযোজিত ও অভিনীত ‘শয়তান’ ছবির ট্রেলার। হাড় হিম করা এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সাধারণ দর্শক থেকে সমালোচক—ছবিটির ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ।
কালো জাদু ও বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। বিকাশ বহেল পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে অজয় ছাড়া আছেন আর মাধবন, জ্যোতিকা, জানকি বোধিওয়ালা প্রমুখ।
ট্রেলারের শুরুতে দেখা যায়, কাঁপা গলায় পুলিশকে ফোন করেছেন জ্যোতিকা। বলতে শোনা গেল, ‘ওই লোকটা আমার মেয়েকে মেরে ফেলবে, জানি না হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে সে কী করে দিয়েছে আমার মেয়ের ওপর।’ এরপর শুরু হয় ‘শয়তান’-এর হাত থেকে মেয়েকে বাঁচানোর লড়াই।

‘শয়তান’রূপী মাধবনের বশীকরণের হাত থেকে মেয়েকে কি বাঁচাতে পারবেন অজয়-জ্যোতিকা? এ প্রশ্নের উত্তর মিলবে আগামী ৮ মার্চ। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
GIPHY App Key not set. Please check settings