জাতীয় পার্টির (জাপা) পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
উপনেতা হয়েছেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সম্মতি ক্রমে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা এবং চিফ হুইপ নির্বাচিত করা হয়।

পার্টির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট। বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।’
GIPHY App Key not set. Please check settings