in

জানা গেল বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল

প্রেম নিয়ে লুকোছাপা করেননি বলিউডের তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন এই জুটি। নতুন বছরে তাঁদের প্রণয়ের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করছে।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে তারা বিয়ে করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
এই মুহূর্তে রাকুল ও জ্যাকি থাইল্যান্ডে রয়েছেন। নতুন বছরের ছুটিটা ফুরফুরে মেজাজে কাটছে তাঁদের।

২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এর পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।

রাকুল প্রীতকে সবশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। সামনে ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings