in

ছিটকে গেলেন তানজিম সাকিব, দলে হাসান মাহমুদ

ইনজুরির কারণে সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তানজিম। ওই ম্যাচে ৪৪ রানে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে অস্বস্তিতে ছিলেন তানজিম। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচ থেকে ছিটকে পড়তে হলো তাকে।

দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় শ্রীলঙ্কা।

রোববার বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা থাকায় অস্বস্তিবোধ করছেন তানজিম। আজ অনুশীলনে ভালো অনুভব করছিলেন না এবং আগামীকাল খেলার জন্য পুরোপুরি ফিট নন তিনি।’

তৃতীয় ওয়ানডেতে তানজিমের পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings