in

চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেল বাংলাদেশ

KOLKATA, INDIA - OCTOBER 31: Shakib Al Hasan of Bangladesh makes their way off following the ICC Men's Cricket World Cup India 2023 between Pakistan and Bangladesh at Eden Gardens on October 31, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে সুখবর পেয়েছে। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।

রোববার বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে নেদারল্যান্ডসের হারে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত হয়।

বিশ্বকাপে খেলা ১০ দলের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস—৩ দলই দুটি করে জয়ে চার পয়েন্ট করে তুলতে পেরেছে। তবে রান রেটে বাংলাদেশই বাকি দুই দলের চেয়ে এগিয়ে।

বাংলাদেশ শ্রীলঙ্কার রান রেট টপকে যায় শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। আজ নেদারল্যান্ডস জিতলে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বেঙ্গালুরুতে রোহিত শর্মাদের বিপক্ষে ডাচরা হেরে গেছে ১৬০ রানের বড় ব্যবধানে।

যে কারণে নেদারল্যান্ডসের নেট রান রেট দাঁড়িয়েছে –১.৮২৫। আগেই সব ম্যাচ খেলে ফেলা শ্রীলঙ্কার রান রেট ১.১৪৯ আর বাংলাদেশের ১.০৮৭।

১৯৭৫ বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আইসিসি টুর্নামেন্টে খেলা শ্রীলঙ্কা এই প্রথম ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে পারছে না।

আয়োজক পাকিস্তানসহ ২০২৫ ট্রফিতে জায়গা নিশ্চিত করা দলগুলো হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings